মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দু’দিন আগেই জাতিসংঘের সভায় নিজের ঢাক নিজেই পিটিয়ে হাসির পাত্র হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্য দেয়ার পরে সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, বিষয়টা তিনি অতটা গায়ে মাখেননি। কিন্তু পরের দিনই ওই ঘটনার নতুন ব্যখা দিয়ে তিনি বললেন, তাকে নিয়ে হাসাহাসি হয়নি। আসলে জাতিসংঘে উপস্থিত সবাই তার সঙ্গে হেসেছেন।
মঙ্গলবার জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে উঠে আত্মপ্রচার শুরু করেন ট্রাম্প। বলতে থাকেন, “দক্ষতা ও ক্ষমতার বিচারে আমাদের সেনাবাহিনী এখন সর্বকালের সেরা। আর তা ছাড়া দু’বছরেরও কম সময়ে আমার সরকার যা করেছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনও প্রশাসনই তা করতে পারেনি।” পুরো কথা শেষ হওয়ার আগেই সভায় হাসির রোল ওঠে। অনেককে মুখ টিপেও হাসতে দেখা যায়। সাংবাদিকদের সামনে ট্রাম্পকে বলেছিলেন, “এমন প্রতিক্রিয়া আশা করিনি, তবে ঠিক আছে।”
গোটা ঘটনা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়ে যায়। বুধবারই তাই নতুন কথা বলা শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের কাছে তিনি বলেন, “জাতিসংঘ আমাকে নিয়ে হাসেনি। আসলে আমার সঙ্গে হেসেছিল।” কিন্তু তা হলে খবরে যা দেখানো হল, সেটা কি ভুল? ট্রাম্পের দাবি, “সবই মিথ্যা। ওরা মিথ্যা বলেছে যে, জাতিসংঘ আমাকে হাসির খোরাক বানিয়েছে। কিন্তু সেটা ঠিক নয়। জাতিসংঘে সকলে আমার সঙ্গে ভাল সময় কাটিয়েছে। আমরা একসঙ্গেই মজা করেছি।” সূত্রঃ ওয়াশিংটন পোস্ট।।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।