Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালদা জিয়ার আইনজীবীর বাসায় পুলিশের তল্লাশি’র প্রতিবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৮ এএম

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও হয়রানীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের আইনজীবীরা এ প্রতিবাদ জানায়। গত বুধবার রাজধানীর ইস্কাটনস্থ বাসায় গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশী করে। সংগঠনটির সভাপতি আবেদ রাজা ও সংগঠনের সাধারণ সম্পাদক এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আইনজীবী তৈমুর আলম খন্দকার, ওয়ালিউর রহমান খান, মনির হোসেন, শাহজাদা, রবিউল করিম, রফিকুল ইসলাম মেহেদী, আরিফা জেসমিন নাহিন, মো: ফারুক হোসেন, আনিছুর রহমান খান, আইয়ুব আলী আশ্রাফী, ওয়াসিল উদ্দিন বাবু, মজিবর রহমান, কামাল হোসেন, সাসির উদ্দিন খান, আব্দুস সাত্তার, সাফিউর রহমান, ব্যারিস্টার মামুন, ব্যারিস্টার ওয়াহিদ, মহিউদ্দিন, নাজমুল হাসান, মো: মনির হোসেন, শেখ আবদুস সালাম, মাসুদুল আলম, আঞ্জুমান আরা, মঈনুল হোসেন, মতিন মন্ডল, আলম খান, আবুল কাশেম, হাবিবুল্লাহ হাবিব, আহসানউল্লাহ, আবুসাইদ শামীম, ইকবাল হোসেন, তোফাজ্জল পাটোয়ারীসহ শতাধিক আইনজীবী এক বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ ।
বিবৃতিতে আইনজীবীরা বলেন, ব্যারিস্টার কায়সার কামাল সারা দেশের আইনজীবী ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা পরিচালনা করেন। তিনি একটি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে তিনি সেসব মামলায় জামিনে আছেন। তারপরও তার বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও হয়রানীর ঘটনায় আইনজীবীদের ব্যথিত করেছে। আমরা আশা করব ভবিষ্যতে আইন শৃঙ্খলা বাহিনী আইনজীবীদের ব্যাপারে সজাগ থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালদা জিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ