Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউতে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ৪:০০ পিএম | আপডেট : ৪:০৮ পিএম, ৬ অক্টোবর, ২০১৮

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার বঙ্গবন্ধু শেখ মুজিব ডেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে। শনিবার (৬ অক্টোবর) বিকাল ৩টা ৪০ মিনিটে তাকে বহনকারী গাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রবেশ করে। এর আগে বিকাল ৩টা ১০ মিনিটে তাকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগার থেকে বের করা হয়েছে।

বিএসএমএমইউ’র কেবিন ব্লকের ৬১২ নম্বর কক্ষে খালেদা জিয়াকে রাখা হবে। বিশ্ববিদ্যালয়টির ভিসি ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়াকে বিএসএমএমইউয়ে রাখার জন্য কেবিন ব্লকের ওই কক্ষে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে, খালেদা জিয়াকে বিএসএমএমইউ আনার খবরে সেখানে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতা ও আইনজীবীরা। এছাড়াও খালেদা জিয়াকে দেখতে বিএসএমএমইউ’র সামনে জড়ো হয়েছেন মহিলা দলের নেতা-কর্মীরাও।
বিএসএমএমইউ’র সামনে উপস্থিত বিএনপির নেতাদের মধ্যে আরও রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবদিন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, দলীয় নেতা ও খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালদা জিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ