মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিজেপি নেত্রী ও এমপি উমা ভারতী বলেছেন, মুসলমানদের পবিত্র স্থান মক্কা, অযোধ্যা নয়। তিনি আগামী মাস থেকে অযোধ্যা মামলার শুনানি শুরুর আদালতের আদেশকে স্বাগত জানিয়ে বলেন, এটা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমি অযোধ্যা বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি শিগগিরই এ মামলার রায়ের আশা করছি। খবর এক্সপ্রেস ওয়েব ডেস্ক।
উমা ভারতী, বিশিষ্ট বিজেপি নেতা মুরলি মনোহর যোশি ও এলকে আদভানি বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র মামলার আসামী। গতকাল বৃহস্পতিবার অযোধ্যাকে হিন্দুদের ঐতিহাসিক স্থান ঘোষণা করে উমা ভারতী বলেন, বিরোধিত এলাকা মুসলমানদের জন্য ধর্মীয় স্থান হতে পারে না যেহেতু তারা মক্কাকে পবিত্র স্থান মনে করে।
ভারতের সুপ্রিম কোর্ট ২৯ অক্টোবর থেকে বাবরি মসজিদ মামলার শুনানি শুরু হবে বলে বৃহস্পতিবার আদেশ দিয়েছে। সাংবাদিকদের এ বিষয়ে আলাপ কালে মধ্য প্রদেশ থেকে নির্বাচিত বিজেপি এমপি দাবি করেন যে রামজন্মভ‚মি -বাবরি মসজিদ এলাকা নিয়ে বিরোধের প্রকৃতি কখনোই ধর্মীয় ছিল না। কিন্তু তাকে সেই রূপ দেয়া হয়েছে। এটা ধর্মীয় বিরোধের বিষয় নয়। অযোধ্যা হিন্দুদের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, কারণ এটা রামের জন্মভ‚মি। এটা মুসলিমদের ধর্মীয় স্থান নয়, কারণ তাদের পবিত্র স্থান মক্কা যেমন খ্রিস্টানদের ভ্যাটিক্যান সিটি। তিনি আদালতের বাইরে এ বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।