Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলছে মুশফিকের রিহ্যাব

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়া মুশফিকুর রহিম এবং সোলডারে চোট পাওয়া মুস্তাফিজুর রহমান খুলনার ক্যাম্পে শুরু করেছেন অনুশীলন। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-২০ সিরিজ শেষে গত রোববার থেকে খুলনায় অনুশীলন ক্যাম্প শুরু হলেও প্রথম দিন অনুশীলনে ছিলেন না মুশফিকুর এবং মুস্তাফিজুর। তবে সোমবার দ্বিতীয় দিনে ক্যাম্পে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম ও কাটার বিস্ময় পেসার মুস্তফিজুর রহিম। হ্যামেস্ট্রিং ইনজুরি থেকে ফিট হয়ে উঠতে মুশফিকুরের লেগে যাওয়ার কথা ২ সপ্তাহ। এই সময়সীমার মধ্যে ম্যাচ ফিটনেস ফিরে পেলে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) শুরু থেকেই খেলতে পারবেন মুশফিকুর রহিম। সে কারনেই ২৫ হাজার ডলারে করাচি কিংসে বিক্রি হওয়া মুশফিকুর রহিম দ্রæত ম্যাচ ফিটনেস ফিরে পেতে দলের সঙ্গে ফিজিও এবং ফিটনেস ট্রেনারের তত্ত¡াবধানে পূর্ণবাসন প্রক্রিয়ায় আছেন। অন্যদিকে সোলডারের পুরোনো ব্যাথা মাথাচাড়া দিয়ে ওঠায় ক’দিনের বিশ্রামে ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন ইতোমধ্যে মুস্তাফিজুর। সামনে এশিয়া কাপ, সে কারণেই এই দুই ক্রিকেটারের ম্যাচ ফিটনেস ফিরিয়ে আনাটাাই এখন কোচিং স্টাফের অন্যতম লক্ষ্য। গতকাল ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের তত্ত¡াবধানে ফিল্ডিং এবং হাই ক্যাচিং প্র্যাকটিস করেছে প্রাথমিক ক্যাম্পে থাকা ক্রিকেটাররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলছে মুশফিকের রিহ্যাব

২৬ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ