নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এমন জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসায় মেতেছেন ফাইনালের প্রতিপক্ষ ভারতের সাবেক ক্রিকেটাররা।
আবুধাবিতে অঘোষিত সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। শুরুতে ৩ উইকেট হারালেও মুশফিকুর রহিম (৯৯) ও মোহাম্মদ মিথুনের (৬০) ১৪৪ রানের চতুর্থ উইকেট জুটিতে ২৩৯ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহদের দারুণ বোলিংয়ে পাকিস্তান থেমে যায় ২০২ রানেই।
বাংলাদেশের জয়ের পর সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ টুইট করেছেন, ‘কেউই আন্ডারডগ নয়। অনেকেই ধারণা করেছিল ভারত ও পাকিস্তান ফাইনাল খেলবে। কিন্তু বাংলাদেশ তাদের দিনে দুর্দান্ত। পাঁচ ম- মাশরাফি, মুশফিক, মিথুন, মুস্তাফিজ, মাহমুদউল্লাহর পারফরম্যান্স ছিল অসাধারণ। পাকিস্তানের পোড়া কপাল।’ আরেক সাবেক ভারতীয় ব্যাটসম্যান মোহাম্মদ কাইফের টুইট, ‘অসাধারণ দলগত পারফরম্যান্স করে ফাইনালে উঠল বাংলাদেশ। টানা দুটি বাঁচা-মরার ম্যাচ জিতে তারা দারুণ প্রতিশ্রæতি দেখিয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।