বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার আতাইকুলা থানা এলাকায় থেকে নিখোঁজের ২ দিন পর অটো বাইক (ব্যাটারী চালিত) চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটো বাইক চালকের নাম মারুফ হোসেন (৪২)। সে পাবনা পৌর এলাকার কালাচাঁদপাড়ার মৃত মোসলেম উদ্দিনের পুত্র।
থানার ওসি মাসুদ রানা জানিয়েছেন, গত ২৮ সেপ্টেম্বর মারুফ নিখোঁজ হয়। গত মঙ্গলবার থানায় একটি নিখোঁজ বিষয়ে জিডি দায়ের করেন তার পরিবার। গতকাল বৃহষ্পতিবার সকালে আতাইকুলা থানার আলোকদিয়া ব্রিজের নিচে একটি বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা পুলিশে খবর দিলে গতকাল পুলিশ বস্তা থেকে গলিত লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের খবর শুনে মারুফের আত্মীয়-স্বজনরা থানায় আসেন এবং লাশটি মারুফের বলে সনাক্ত করেন। হত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।