Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনেতৃবৃন্দ বিশ্বাস ঘাটতির ব্যাধিতে ভুগছেন : গুতেরেস

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বিশ্ব নেতাদের কণ্ঠে মুখর এখন জাতিসংঘ সদর দফতর। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশন। সেখানে তিনি বলেন, বিশ্বাস ঘাটতির ব্যাধিতে ভুগছেন বিশ্বনেতারা। এদিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক ও ইরান ছাড়াও বক্তব্য রাখেন, বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি বলেন, আন্তর্জাতিক সংঘাত ও দ্ব›দ্ব নিরসনে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। আর নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি জানান তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। জাতিসংঘের মহাসচিব আন্তোনেও গুতেরেসর বলেন, ‘অবিশ্বাসের ব্যাধিতে ভুগছে পুরো বিশ্ব। যার পরিণতি ভোগ করছে নিরীহ সাধারণ মানুষ। বিভিন্ন দেশে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো নষ্ট হচ্ছে। গণতন্ত্র ও আইনের শাসন হুমকির মুখে পড়ছে। সিরিয়া যুদ্ধ বন্ধের কোনো আলামত নেই, একই অবস্থা ইয়েমেনেও। অন্যদিকে, রোহিঙ্গারা নিজ বসত-ভিটা থেকে বিতারিত হচ্ছে। নিরাপত্তা আর বিচারের আশায় বুক বেঁধে আছে তারা। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুতেরেস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ