Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে এমপিকে গণসংবর্ধনা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পৌর জাপার আয়োজনে বঙ্গবন্ধু প্রজন্ম চত্বরে এ গণসংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রধান শিক্ষক কল্যাণ সমিতি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম, সাংবাদিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি সমিতি, শ্রমিক নেতৃবৃন্দ এবং জাপা ও তার সহযোগি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এমপি শামীম হায়দার পাটোয়ারীকে স্বর্ণের চেন ও ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংবর্ধিত এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আখতারুজ্জামান সুজা, জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সহ সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আ. মান্নান মন্ডল, রামজীবন ইউনিয়ন সভাপতি এ টি এম এনামুল হক মন্টু, ধোপাডাঙ্গা ইউনিয়ন সভাপতি এটিএম ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, পৌর জাপার সাধারণ সম্পাদক এম এ আউয়াল বিএসসি ও উপজেলা ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন পৌর জাপার সাংগঠনিক সম্পাদক আ. মালেক মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণসংবর্ধনা

১২ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ