Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন নিষেধাজ্ঞার অঙ্গীকার ট্রাম্পের

ইরানকে একঘরে করে ফেলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

ইরানকে একঘরে করে ফেলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। ভাষণে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ তৈরির জন্য তেহরানকে অভিযুক্ত করেন ট্রাম্প। দেশটির ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপেরও অঙ্গীকার করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের নেতারা অন্য দেশগুলোর সম্পদ লুণ্ঠনের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে মধ্যপ্রাচ্যঝুড়ে ক্ষেপণাস্ত্র ছড়িয়ে দিচ্ছে। তাদের আগ্রাসী এজেন্ডার জন্য প্রতিবেশী দেশগুলোকে চড়া মূল্য দিতে হয়েছে। ইরানের নেতৃত্বকে দুর্নীতিবাজ স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানের নেতৃত্ব মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের বীজ বপন করছে। বৈশ্বিক সম্মেলন হলেও জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প নিজেই নিজ প্রশাসনের ‘দক্ষতার’ প্রশংসা করেন। যেন ধারাভাষ্য দিতে শুরু করেন নিজ প্রশাসনের ‘সাফল্যগাঁথা’ নিয়ে। তিনি বলেন, মাত্র দুই বছরে তার প্রশাসন মার্কিন ইতিহাসের অন্য যে কোনও প্রশাসনের চেয়ে সুদক্ষ প্রশাসনে পরিণত হয়েছে। তার এমন মন্তব্যে উপস্থিত বিশ্বনেতাদের মধ্যে হাসির রোল পড়ে। অন্যদের হাসির মুখে এক পর্যায়ে তিনি নিজেও হেসে ওঠেন। বলেন, এ ধরণের প্রতিক্রিয়া আশা করিনি, তবে ঠিক আছে। এরপর আবারও নিজ প্রশাসনের ঢোল বাজাতে শুরু করেন ট্রাম্প। কর কমানো, শেয়ার বাজার পরিস্থিতি, সামরিক খাতে সর্বোচ্চ বিনিয়োগ, বেকারত্ব হ্রাসের মতো নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজ প্রশাসনের ‘কৃতিত্ব’ তুলে ধরেন তিনি। আল-জাজিরা, রয়টার্স।



 

Show all comments
  • দোলন ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১:০৯ এএম says : 0
    ইরান না আপনারাই এক ঘরে হয়ে যাবেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ