মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র, এর জনগণ কিংবা মৈত্রীর ক্ষতি করলে ভয়ানক পরিণতি বরণ করতে হবে বলে ইরানকে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেন, ‘তেহরানের মোল্লাদের খুনি শাসকগোষ্ঠী যদি মিথ্যাচার, ধাপ্পাবাজি ও প্রতারণা চালিয়ে যায় তবে তাদের দৃষ্টান্তমূলক ফলাফল ভোগ করতে হবে।’ মঙ্গলবার নিউ ইয়র্কে ইরানবিরোধী এক কনফারেন্সে কথা বলার সময় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রাক্তন দূত বোল্টন এ কথা বলেন। ইরানকে লক্ষ্য করে তিনি বলেন, ‘যদি আপনারা আমাদের, আমাদের মৈত্রী কিংবা অংশীদারদের প্রতি সীমা অতিক্রম করেন; আমাদের জনগণের ক্ষতি করেন তাহলে অবশ্যই ভয়ানক পরিণতি ভোগ করতে হবে। আজ আমার স্পষ্ট বার্তা শুনে রাখুন : আমরা পর্যবেক্ষণ করছি এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ বোল্টন অতীতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে নানা বিতর্ক করেছেন। মঙ্গলবার তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপে আগ্রাসী হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে ‘বিশৃঙ্খলা, মৃত্যু ও ধ্বংসের’ অভিযোগ আনার কয়েক ঘণ্টা পর বোল্টন এ হুঁশিয়ারি দেন। এদিকে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এর জবাবে বলেছেন, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে শত্রুতা প্রদর্শন করছে। ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি থেকে বের হয়ে এসে সম্প্রতি দেশটির ওপর অবরোধ পুনরারোপ করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।