Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলতি বছরেই ট্রাম্প-কিম দ্বিতীয় দফার বৈঠক : মুন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শিগগিরই কিমের সঙ্গে আবারও বৈঠকে বসতে চান তিনি। এদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইন জানিয়েছেন, চলতি বছরেই দ্বিতীয় দফার এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বিশ্ব নেতারা বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। সেখানে পার্শ্ববৈঠকের অংশ হিসেবে বিভিন্ন দেশের সরকার প্রধানরা দ্বিপক্ষীয় বৈঠকেও বসছেন। সোমবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেমনি এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ট্রাম্প ও মুন জায়ে ইন উত্তর কোরিয়াসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সে সময় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কে অনেক অগ্রগতি হয়েছে। এখন দু’দেশের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে। অনেক ক্ষেত্রে দু’দেশের মধ্যে অসাধারণ সম্পর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়া আরো এগিয়ে নিতে চায়। এজন্য দ্রুতই তিনি উত্তর কোরিয়ার নেতার সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসবেন। গত ১২ই জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘদিনের বৈরী দু’দেশ যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার অঙ্গীকার করেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈঠক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ