মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্যে একটি মার্কিন রণতরীর হংকংয়ে নোঙর করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে চীন। মঙ্গলবার হংকংয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, অক্টোবরে মার্কিন উভচর রণতরী ওয়াসপের সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ের বন্দরে নোঙর করার কথা রয়েছে। মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেন, চীন সরকার ইউএসএস ওয়াসপকে হংকং বন্দরে নোঙর করার অনুমোদন দেয়নি। তিনি জানান, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে সফলভাবে হংকংয়ে নোঙর করছি। আর আমরা সে ধারা ধরে রাখার আশা করছি। এদিকে চীন এ ধরনের কোনো অনুরোধ প্রত্যাখ্যান করেছে কিনা সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং। বেইজিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, হংকং বন্দরে মার্কিন সামরিক জাহাজের নোঙরের আবেদনের প্রসঙ্গে বলা যায়, সার্বভৌমত্ব নীতি ও পরিস্থিতি অনুযায়ী চীন সরকার একের পর এক এ ধরনের অনুমোদন দিয়ে গেছে। তবে তিনি এর বেশি বিস্তারিত কিছু জানাননি। এর আগে ২০১৬ সালে রণতরী জন সি স্টেনিসের নেতৃত্বাধীন একটি মার্কিন বহরের হংকংয়ে নোঙরের আবেদন বাতিল করে দেয় চীন। সে সময় দক্ষিণ চীন সাগরের আঞ্চলিক দাবি নিয়ে উত্তেজনা চরমে ছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।