Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হতাহত বেড়ে যাওয়ায় কৌশল পরিবর্তন করেছে কোয়ালিশন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

স্থানীয় সেনাবাহিনীতে হতাহত বেড়ে যাওয়ায় আফগানিস্তানে মোতায়েনকৃত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশ বাহিনীকে কৌশল পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। তিনি বলেন, মূলত প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তার কাজে নিয়োজিত আন্তর্জাতিক বাহিনী এখন অন্যান্য ক্ষেত্রেও আফগান বাহিনীকে সাহায্য করছে। তবে তিনি এর বিস্তারিত ব্যাখ্যা দেননি। ম্যাটিস গত সোমবার পেন্টাগনে সাংবাদিকদের বলেন, গত দেড় বছর ধরে আফগান বাহিনীতে হতাহত ব্যাপকভাবে বেড়ে গেছে। তবে তিনি এই সংখ্যা অস্বাভাবিক কিনা তা বলতে চাননি। আফগান প্রতিরক্ষামন্ত্রী জেনারেল তারিক শাহ বাহরামি আগস্ট মাসকে আফগান বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী হিসেবে আখ্যায়িত করার এক দিনের মাথায় ম্যাটিস ওই মন্তব্য করেন। তোলো নিউজ জানায়, বাহরামি বলেছেন যে ‘দু:খজনক হলো গত মাসে আফগান সশস্ত্র বাহিনীর ৫১৩ জন সদস্য নিহত হয়, আহত হয় ৭১৮ জন এবং ৪৩ জন আটক হয়েছে। কোন এক মাসে এটাই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা।’ আগস্টে গজনি ও দেশের বিভিন্ন স্থানে আরো তিনটি শহরে হামলা চালায় তালেবানরা। গজনি থেকে তালেবানদের হটাতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ও বিমান সহায়তা তলব করতে হয়। বাহরামি দাবি করেন যে একই সময়ে শত্রুপক্ষের হতাহত সরকারি বাহিনীর চেয়ে তিন বা চারগুণ। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ