Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেরিনারের দায়িত্ব নিলেন গেরহার্ড

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া হকির অন্যতম দল ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের খেলোয়াড়দের সেরা হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিলেন জাতীয় দলের সাবেক জার্মান কোচ গেরহার্ড পিটার। পরশু রাতে ঢাকায় এসে গতকালই তিনি এই ক্লাবের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন। জার্মান কোচকে পরিচয় করিয়ে দিতে ও নতুন মৌসুমকে সামনে রেখে জার্সি উন্মোচনের জন্য কাল এক সংবাদ সম্মেলনের  আয়োজন করে মেরিনার। এতে নিজ বক্তব্যে গেরহার্ড পিটার বলেন,‘আমি আবার বাংলাদেশে আসতে পেরে খুবই খুশি। তোমরা হয়তো জিজ্ঞাসা করবে বাংলাদেশ জাতীয় দল ও ঢাকা মোহামেডানের পর কি লক্ষ্যে আমি মেরিনারের দায়িত্ব নিয়েছি। আমার উত্তর থাকবে- এবার মেরিনারকে শিরোপা জেতাতেই আমি এসেছি।’ তিনি আরো বলেন, ‘আমার লক্ষ্য পূরনে আফ্রিকার সেরা গোলরক্ষক কেনিয়ান লিনাস কিপকেমবকে সঙ্গে নিয়ে এসেছি। বাকি যারা এসেছে মালয়েশিয়ার ফরোয়ার্ড জীভন মোহন ও মিডফিল্ডার জিওয়া মোহন, কেনিয়ার মিডফিল্ডার ওকিও উইলস এবং জার্মানীর মিডফিল্ডার কাম ফরোয়ার্ড ডাম্ব্রোস্কি নিকোলাই হেইঞ্চ বেশ ভালো মানের খেলোয়াড়।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা, হকি কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মমিনুল হক সাঈদ, সম্পাদক বদরুল ইসলাম দিপু ও জার্সি স্পন্সর সোয়েটার মেকার্সের সিইও মো. আহসানুল হক। হকি কমিটির চেয়ারম্যান মমিনুল হক সাঈদ বলেন, ‘এবারের দল গঠনে আমাদের প্রধান লক্ষ্য লিগ শিরোপা ঘরে তোলা। যে লক্ষ্য পূরনে আমরা জাতীয় দলের সাবেক জার্মান কোচ গেরহার্ড পিটারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। ক্লাব কাপের জন্য দলে ভিড়িয়েছি একজন জার্মান, দু’জন করে মালয়েশিয়ান ও কেনিয়ান খেলোয়াড়কে। জার্মানী ও কেনিয়ার খেলোয়াড়রা ঢাকায় আসলেও দু’মালয়েশিয়ান দু’জন বুধবার এসে দলের সঙ্গে যোগ দেবেন। আর ক্লাব কাপের জন্য দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়নকে।’ পরে ক্লাবের খেলোয়াড়দের জার্সী উম্মোচন করা হয়। এবার ঢাকা মেরিনারের জার্সি স্পন্সর পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান সোয়েটার মেকার্স। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে এ মৌসুমে মেরিনারে খেলবেন- মামুনুর রহমান চয়ন, কৌশিক, রিমন, আশরাফুল, রাব্বি, সবুজ, শিশির আরশাদ, মহসিন, তপু, আকিব, পারভেজ, প্রশান্ত, রুপু ও ইমন। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেরিনারের দায়িত্ব নিলেন গেরহার্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ