Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বাত্তি গুল মিটার চালু’র আয় সন্তোষজনক

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গত শুক্রবার ‘বাত্তি গুল মিটার চালু’ আর ‘মান্টো’সহ আধ ডজনের বেশি ফিল্ম মুক্তি পেয়েছে। উল্লিখিত দুটি ছাড়া বাকিগুলো ভিড়েই হারিয়ে গেছে। এই দুটি ফিল্মের মধ্যে প্রথমটি গড়ের চেয়ে ভাল দর্শক আকর্ষণ করেছে আর পরেরটি আয়ে কম হলেও ব্যাপক প্রশংসা অর্জন করেছে। শ্রী নারায়ণ সিং পরিচালিত ‘বাত্তি গুল মিটার চালু’ ফিল্মে অভিনয় করেছেন শাহিদ কাপুর, শ্রদ্ধা কাপুর, ইয়ামী গৌতম, দিব্যেন্দু শর্মা, ফরিদা জালাল, সুধীর পান্ডে, সুপ্রিয়া পিলগাঁওকর এবং অতুল শ্রীবাস্তব। কমেডি ফিল্মটির প্রথম দিনের আয় দুই অংকে হলে স্বাভাবিক হতে পারত তবে প্রথমদিন এটি আয় করেছে ৬.৬৭ কোটি রুপি আর সপ্তাহান্তের আয় ২৩.২৬ কোটি রুপি। ফিল্মটি গড় প্রশংসা পেয়েছে। উর্দু সাহিত্যিক সাদত হাসান মান্টোর জীবন বায়োগ্রাফিকাল ড্রামা ‘মান্টো’ পরিচালনা করেছেন নন্দিতা দাশ। অভিনয় করেছেন নেওয়াজউদ্দিস সিদ্দিকি, রসিকা দুগগাল, তাহির রাজ ভাসিন, ফেরিনা ওয়াজির, জাভেদ আখতার, চন্দন রায় সান্যাল, বিনোদ নাগপাল, রণবীর শোরে, ঋষি কাপুর এবং ইনামুলহক। এটি বিদগ্ধ দর্শকদের জন্য নির্মিত চলচ্চিত্র, সাধারণ দর্শকের জন্য নয় সুতরাং এটি যে ব্যাপক আয় করবে এমন প্রত্যাশা নাও হতে পারত। ৫০ লক্ষ রুপি দিয়ে যাত্রা শুরু করে সপ্তাহান্তে ফিল্মটি আয় করেছে ২ কোটি রুপির কিছু বেশি। সীমিত দর্শক আর সমালোচকের প্রশংসা পেয়েছে ফিল্মটি। ‘স্ত্রী’র আয় গত সপ্তাহান্ত পর্যন্ত ১১৯ কোটি রুপি। ‘মানমর্জিয়া’ একই পর্যায়ে আয় করেছে ২৬ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিল্ম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ