Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারা গেলেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ৯:০৯ পিএম

মারা গেলেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তি সাবাহ জব্বার হাদি আল-জাবৌরি। ভারতে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার তিনি মারা যান। তিনি ছিলেন ইরাকের নাগরিক।
ইরাকের সংবাদমাধ্যম মঙ্গলবার জানায়, তিনি হার্টের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি থাইরয়েড সার্জারির জন্য সেপ্টেম্বরে ভারতে এসেছিলেন। সেখানেই ৩৩ বছর বয়সে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১৯৮৫ সালে জন্ম গ্রহণ করা সাবাহ জব্বার হাদিরর উচ্চতা ছিল ৭ ফুট ১১.৬ ইঞ্চি (২.৪২ মিটার)। গিনেস রেকর্ডধারী বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত ব্যাক্তি ও তুর্কী নাগরিক সুলতান কোসেন থেকে তিনি ছিলেন মাত্র ০.০৪ মিটার ছোট।
অধিক লম্বা হওয়ার কারণে তিনি বিয়েও করতে পারেননি। তিনি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার পরিবার ও বন্ধুরা আমাকে বিয়ে দেয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। কিন্তু আমার জন্য অন্তত সাড়ে ৬ ফুট উচ্চতার একজন মেয়ে তারা জোগাড় করতে পারেননি। সূত্রঃ ডেইলি পাকিস্তান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লম্বা ব্যক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ