Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পাকিস্তান গেইলের মতো, বিশ্বাস নেই’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

‘আনপ্রেডিক্টেবল’ দল হিসেবে পাকিস্তানের পরিচিতি বিশ্ব ক্রিকেটে অনেকদিন থেকেই। তাদেরকে এবার ‘ক্রিস গেইলের মতো’ বলে উপমা দিলেন মুস্তাফিজুর রহমান!

পাকিস্তান আর গেইল, কারও পারফরম্যান্স নিয়েই আগে থেকে অনুমান করা মুশকিল। সুপার ফোরের শেষ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ এই পাকিস্তান। ম্যাচটি কার্যত রূপ নিয়েছে সেমি-ফাইনালে। জয়ী দল শুক্রবার ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে।

অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্টে পা রাখা পাকিস্তান খুব একটা সুবিধে করতে পারেনি এবারের এশিয়া কাপে। হংকংকে হারিয়ে শুরু করলেও দুই বার উড়ে গেছে চিরপ্রতিদ্ব›দ্বী ভারতের কাছে। আফগানিস্তানের বিপক্ষে জয়টি ছিল হারের মুখ থেকে ফিরে এসে। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে তাই সেরা চেহারায় নেই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দলটি।

তবে পাকিস্তানের আগের ম্যাচগুলোর পারফরম্যান্সকে গোনায় ধরতে চান না বাংলাদেশের পেসার মুস্তাফিজ, ‘কিছু কিছু ব্যাপার আছে না, যেমন গেইলের কথা সবাই বলে যে গেইল যেদিন খেলে, সেদিন আর কারও কিছু করার থাকে না। পাকিস্তানেরও বিশ্বাস নাই। ওরা যেদিন খেলে, সেদিন কাউকে পাত্তা দেয় না। যদি আমাদের ভাগ্যে থাকে, তাহলে ওদের উল্টো হতে পারে। ভাগ্যে না থাকলে নাই।’

পাকিস্তান যেভাবেই মাঠে নামুক, আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়টি বাংলাদেশ দলে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে বলে জানালেন মুস্তাফিজ, ‘জেতার কারণে আমাদের ভালো হয়েছে। আগে একরকম অবস্থা ছিল দুটি ম্যাচ হারার পর। এখন একটি জিতছি, পরের ম্যাচ জিতলে ফাইনালে যাওয়ার সুযোগ। ফুরফুরে মেজাজে থাকারই কথা।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ