বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারায় ডাই এ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানায় আনসার সদস্যদের নামে ভাতা তুলে আত্মসাৎ এবং নানা অনিয়ম-দুর্নীতির তদন্তে গঠিত কমিটি এখনও তদন্ত শেষ করেনি। ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার কথা থাকলেও গতকাল (মঙ্গলবার) পর্যন্ত তদন্ত শেষ হয়নি বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) উপ-কর্মচারী প্রধান মান-১ (এলএসএ) মো. ফখরুল আলমকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্য হলেন বিসিআইসির সহকারী প্রধান অর্থ কর্মকর্তা মো. মুজিবুর রহমান। কমিটি গত ৮ সেপ্টেম্বর ডিএপি সার কারখানার কনফারেন্স হলে সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড করেন এবং বেশকিছু কাগজপত্র জব্দ করেন। ওইদিন কমিটির সদস্যরা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবেন বলে জানালেও এখনো পর্যন্ত প্রতিবেদন দেয়া হয়নি।
কমিটির প্রধান মো. ফখরুল আলম বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ডিএপি সার কারখানায় কর্মরত ৫৯ জন আনসার সদস্যের বেতন-ভাতা চেকের মাধ্যমে জেলা অ্যাডজুটেন্টকে প্রদান করা হয়। আর সেখান থেকে মোবাইল ব্যাংকিংয়ে এসব আনসার কর্মীদের ভাতা দেওয়া হয়। এ কারণে আনসার-ভিডিপির জেলা অ্যাডজুটেন্টের কাছে গত দুই মাসের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এসব কাগজপত্র পেলেই শিগগির প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে কি না এমন প্রশ্নে তিনি মুখ খুলতে রাজি হননি।
প্রসঙ্গত, গত ২৬ মে দৈনিক ইনকিলাবে ‘আনসার সদস্যদের নামে ভাতা তুলে আত্মসাৎ, আনোয়ারায় ডিএপি সার কারখানায় অনিয়ম-দুর্নীতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিসিআইসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।