Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১২:১৩ এএম

নগরী ইপিজেড এলাকায় গতকাল শুক্রবার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে ছুটির দিনে কারখানা বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর সাড়ে ১২টার দিকে ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজের উল্টো দিকে হোসাইন কমপ্লেক্সের পঞ্চম তলায় সাজ ফ্যাশনস লিমিটেড নামের ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ১২টি গাড়ি বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, কারখানার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। বেশ কিছু সরঞ্জাম ও কিছু মালামালের ক্ষতি হয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ বলা যাচ্ছে না। ভবনটির তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত পোশাক কারখানা। যে ফ্লোরে আগুন লেগেছে সেখানে কারখানার গুদাম। গুদামে রক্ষিত বিপুল সংখ্যক কাপড়ের রোল পুড়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ