প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নেটফ্লিক্সের জানিয়েছে তাদের মূল মিনিসিরিজ ‘স্যাক্রেড গেইমস’-এর দ্বিতীয় মৌসুম আসছে। প্রথম মৌসুমে জনপ্রিয় এই শো শেষ হয়েছিল অত্যন্ত নাটকীয় জায়গায়। বিক্রমাদিত্য মোটওয়ানে, অনুরাগ কাশ্যপ ও নীরজ গায়ওয়ান আবারও এক হয়েছেন। চরম নাটকীয় সেই জায়গা থেকেই তারা ‘স্যাক্রেড গেইমস’-এর কাহিনী শুরু করবেন। কয়েক দিন আগে অনলাইন স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্সের তরফ থেকে জানানো হয়েছে এই সিরিজের দ্বিতীয় সিজন আসছে খুব শিগগির। নির্মাতারা জানিয়েছেন, এই সিজনে সারতাজ সিংকে (সাইফ আলি খান) দেখা যাবে মুম্বাই শহরকে রক্ষার চেষ্টায় জীবনের ঝুঁকি নিতে। আর গণেশ গাইতোণ্ডের বলে যাওয়া পথই তাঁকে ম্ম্বুাইয়ে অপরাধ জগতের তদন্তে ফিরিয়ে নিয়ে আসবে। প্রথম মৌসুম গণেশ গাইতোণ্ডে অর্থাৎ নেওয়াজউদ্দিন সিদ্দিকির দুই বাবার সঙ্গে পরিচিত হয়েছে দর্শক। কিন্তু তৃতীয় বাবা যার ভূমিকায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠিকে, তাঁকে সেভাবে জানা যায়নি। এই মৌসুম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন পঙ্কজ। দ্বিতীয় মৌসুম শুধুমাত্র ভারতেই নয়, বিদেশের বিভিন্ন জায়গায় শুট করা হবে। এই মৌসুমেও অনুরাগ কাশ্যপ পরিচালনার দায়িত্বে থাকবেন নেওয়াজউদ্দিনের চরিত্রের, আর নীরজ গাইওয়ান এবার বিক্রমাদিত্য মোটওয়ানের জায়গায় পরিচালনা করবেন সারতাজের চরিত্র। আর বিক্রমাদিত্য মোটওয়ানে সামগ্রিক তত্তাবধান করবেন। স্ক্রিপ্ট লেখার দায়িত্বে থাকছেন বরুণ গ্রোভার। এই মৌসুমে আসবে কিছু নতুন চরিত্র। আর কিছু চরিত্র ফেরত আসবে প্রথম মৌসুম থেকেই। নেটফ্লিক্সের ভাইস প্রেসিডেন্ট এরিক বারম্যাক বলেন, ‘স্যাক্রেড গেইমস’-এর প্রথম মৌসুমের সাড়া দেখে আমার অভিভূত। বিশেষ করে ভারতে। এটা ভীষণ উঁচুমানের প্রোডাকশন। আমাদের কাছে আনন্দের বিষয় যে ‘স্যাক্রেড গেইমস’কে আমরা দ্বিতীয় মৌসুমে এগিয়ে নিয়ে যেতে পারছি। প্রসঙ্গত, বিতর্ক ও বাঁধা সত্তে¡ও প্রথম মৌসুমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ‘স্যাক্রেড গেইমস’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।