প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডে নির্মিত একমাত্র চলচ্চিত্র ‘লাভ গেইমস’ মুক্তি পাচ্ছে আগামীকাল। তবে ফিল্মটিকে হলিউডের ‘দ্য জাঙ্গল বুক’ চলচ্চিত্রটিকে মোকাবেলা করতে হবে কারণ এটি বলিউডের তারকাদের দিয়ে ডাব করিয়ে মুক্তি পাচ্ছে একই দিন।
‘লাভ গেইমস’ মুক্তি পাচ্ছে বিশেষ ফিল্মস এবং টি-সিরিজ সুপার ক্যাসেট্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যানারে। আরবান-থ্রিলার ফিল্মটি প্রযোজনা করেছেন মুকেশ ভাট, মহেশ ভাট এবং ভূষণ কুমার। বিক্রম ভাটের পরিচালনায় অভিনয় করেছেন পত্রলেখা, তারা আলিশা বেরি, গৌরব অরোরা, হিতেন তেজোয়ানি এবং রুখসার রহমান। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীত হলদিপুর এবং সিদ্ধার্থ হলদিপুর। এটি এমন এক শহুরে দম্পতির গল্প যারা পরস্পরের সঙ্গে সম্পর্কের মাঝে অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এটি তার জীবনের অনুপ্রেরণায় নির্মিত। বন্যপ্রাণীদের মাঝে বড় হওয়া এক শিশুর কাহিনী নিয়ে নির্মিত এনিমেশন চলচ্চিত্র ‘দ্য জাঙ্গল বুক’। রাডইয়ার্ড কিপলিংয়ের অমর কাহিনী নিয়ে চলচ্চিত্রটি হিন্দি, তামিল, তেলুগু এবং ইংরেজি ভাষায় মুক্তি পাচ্ছে ওয়াল্ট ডিজনি পিকচার্সের ব্যানারে। প্রযোজনা করেছেন জন ফ্যাভরো এবং ব্রিহ্যাম টেইলর। মূল চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জন ফ্যাভরো। মোগলির কণ্ঠ দিয়েছে নীল শেঠি। অন্যান্য চরিত্রের ভয়েসওভার করেছে ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া, ওম পুরি, নানা পাটেকর, শিফালি শাহ, বাগস ভার্গব, রিতেশ রাজন এবং ফ্রিডা পিন্টো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।