Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৪ হাজার মামলায় ৩ লাখ আসামি রিটের শুনানি অবকাশের পর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চলতি মাসে সারাদেশে বিএনপির সিনিয়র আইনজীবীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা ৪ হাজার মামলায় ৩ লাখেরও বেশি লোককে আসামি করার কারণ জানতে চেয়ে করা রিটের শুনানি নট দিস উইক’ (এ সপ্তাহে নয়) বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। অ্যার্টনি জেনারেলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্টের অবকাশের পরে আসার জন্য বলেছেন আদালত। খালেদা জিয়ার প্যানেলের আইনজীবী মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রিট আবেদনের শুনানি করতে গেলে গতকাল হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও আহমদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন- খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
পরে অ্যাডভোকেট মাসুদ রানা সাংবাদিকদের বলেন, রিটের বিষয়টি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত অবকাশের পর সুপ্রিম কোর্টের নিয়মিত বেঞ্চের কার্যক্রম শুরু হলে আবেদনটি শুনানির পরামর্শ দিয়েছেন। এর আগে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করা হয়। রিটে চলতি মাসে সারা দেশে বিএনপির সিনিয়র আইনজীবীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা চার হাজার মামলা এবং তিন লাখেরও বেশি লোককে আসামি করার কারণ জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে, এ বিষয়ে অনুসন্ধান করার জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে। রিটে কমিটি গঠনের ক্ষেত্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধি রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া এসব মামলা দায়েরের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রুল জারিরও আর্জি জানানো হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সিনিয়র আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সাবেক মন্ত্রী অ্যাডভোটে নিতাই রায় চৌধুরী ও বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বাদী হয়ে রিটটি দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ