Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অশ্লীল ভিডিও বিক্রির দায় ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ময়মনসিংহে অশ্লীল ভিডিও বিক্রির অভিযোগে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকেল পৌনে চারটার দিকে সদর উপজেলার খাগডহড় ঘন্টি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
দন্ডপ্রাপ্ত যুবকের নাম- সুমন মিয়া(২৮)। সে খাগডহর এলাকার ঘন্টি বাজারের ইউশা এন্টারপ্রাইজের মালিক এবং একই এলাকার মৃত ফরহাদ আলীর পুত্র।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান এ আদালত পরিচালনা করেন। তিনি জানান, অশ্লীল ভিডিও বিক্রির দায়ে সুমন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি কম্পিউটার জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ