Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ দুজন আটক

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ৯:১৬ পিএম

কক্সবাজার বিমানবন্দর ও টেকনাফে পৃথক অভিযানে ৪ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার পৃথক সময়ে অধিদফতরের কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। যারা গ্রেফতার হলো তারা ঢাকার ধামরাই থানাধীন সোমভাগ ইউনিয়নের মো. মজনু মিয়ার ছেলে মোশারফ হোসেন (৩৩) ও টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ডের আব্দুস শুক্করের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)।

জানাগেছে, বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় বিমানযাত্রী মোশারফ হোসেনের জুতা চেক করে ৩ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, টেকনাফের নাইট্যংপাড়ায় অভিযান চালিয়ে আনোয়ারা বেগমকে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় টেকনাফ সার্কেলের
সদস্যরা।

এ ঘটনায় টেকনাফ সার্কেলের উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ