গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সিলেট অফিস : সিলেটের শুল্ক গোয়েন্দারা ও গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা এবার কোটি টাকার আরেকটি গাড়ির সন্ধানে নেমেছেন। কার্নেট সুবিধায় নিয়ে আসা সিলভার কালারের ওই গাড়ি উদ্ধারে গোয়েন্দা টিম গতকাল রোববার হবিগঞ্জ জেলার নবীগঞ্জে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে গাড়িটি পাওয়া যায়নি। এ অভিযানে র্যাব-৯ এর একটি টিমও ছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সিলেট আঞ্চলিক কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আরিফুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেটের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে শুল্ক গোয়েন্দা টিম কার্নেট সুবিধায় নিয়ে আসা (গাড়ী নং-ণ৮২৯জঔই) সিলভার কালারের গাড়িটি আটকের জন্য নবীগঞ্জ থানার লোগাঁও গ্রামে এই অভিযানে র্যাব-৯ এর কোম্পানী কমান্ডার এবং সিনিয়র সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে র্যাবের একটি টিম শুল্ক গোয়েন্দাকে সহযোগিতা করার জন্য ঘটনাস্থলে ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।