Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজ্ঞাপনে জুটি হলেন মোশাররফ করিম ও তমা মির্জা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও চিত্রনায়িকা তমা মির্জা প্রথমবারের মতো জুটি বাঁধলেন টিভি বিজ্ঞাপনে। নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত এই দুই তারকা বাংলালিংক-এর বিজ্ঞাপনে মডেল হয়েছেন। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির শূটিং সম্পন্ন হয়েছে। তমা মির্জা বলেন, মোশাররফ ভাইয়ের সাথেই কাজ করার অভিজ্ঞতাটা সবসময়ই দারুণ। এর আগে ২০১৫ সালে অতিথি শিরোনামের একটি নাটকে আমরা একসাথে কাজ করেছিলাম। আমাদের এবারের কাজটিও ভালো হয়েছে। এখনতো বিজ্ঞাপনে এখন খুব বেশি একটা কাজ করা হয় না। ভালো প্রোডাক্ট ও কনসেপ্ট না হলে বিজ্ঞাপনের মডেল হই না। বাংলালিংকের এই বিজ্ঞাপনের কনসেপ্টটা ভালো লাগায় কাজটা করেছি। আশা করছি, বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগ্রই বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোশাররফ করিম

৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ