Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্কের আরেকটি নতুন সিরিয়াল জান্নাত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

তুরস্কের আলোচিত নির্মাণ সুলতান সুলেমান-এর পর দেশটির বেশ কিছু মেগা সিরিয়াল এদেশে এসেছে। এবার এলো পারিবারিক গল্পের আরও একটি সিরিয়াল জান্নাত। এর কাহিনী যেমন একটি নিখাদ পারিবারিক ও রোমান্টিক, তেমনি এটি বর্তমান সময়েরও গল্প। জান্নাত’-এর কাহিনী আবর্তিত হয়েছে এক এতিম মেয়েকে ঘিরে। দারিদ্র্যের মধ্যে বড় হওয়া মেয়েটি যখন বড় একটি চাকরি পায়, ভাবে জীবনের দুঃখ বোধ হয় এবার শেষ হলো। তবে তা ঘটে না। অন্যরকম এক জটিলতা তৈরি হয়। তাকে ফেলে যাওয়া মা আবারও তার জীবনে ফিরে আসে। তবে মাতৃসুলভ ভালোবাসা নিয়ে নয়, বরং তার প্রতি তীব্র বিদ্বেষ নিয়েই আবির্ভ‚ত হয়। সঙ্গে যুক্ত হয় ভালোবাসার মানুষের সঙ্গে টানাপড়েন। ধারাবাহিকের শিল্পীরা ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত জান্নাত-এর পরিচালক সাদুল্লাহ জেলেন। প্রচারিত হয়েছে তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল এটিভিতে। নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সুরেজ ফিল্ম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়াল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ