Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ সিম্পল ফেভার

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১ দ্য প্রিডেটর, ২ আ সিম্পল ফেভার, ৩ হোয়াইট বয় রিক,
৪ দ্য নান, ৫ ক্রেজি রিচ এশিয়ান্স

 

পল ফাইগ পরিচালিত থ্রিলার ফিল্ম ‘আ সিম্পল ফেভার’। ‘গোস্টবাস্টার্স’ (২০১৬), ‘স্পাই’ (২০১৫), ‘দ্য হিট’ (২০১৩), ব্রাইডসমেইড’ (২০১১) এবং ‘আই অ্যাম ডেভিড’ (২০০৫) ফাইগ পরিচালিত চলচ্চিত্র। একই নামের ডার্সি বেলের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। স্টেফানি (অ্যানা কেন্ড্রিক) শহরতলীর বাসিন্দা এবং একক মা। অবসরে ব্লগিং করে স্টেফানি। তার বান্ধবী এমিলি (ব্লেক লাইভলি) তার কাছে আসে একটি উপকার চাইবার জন্য। এরপরই তার অন্তর্ধান হয়। এমিলির স্বামী শনের (হেনরি গোল্ডিং) ধারণাই নেই এমিলি কোথায় যেতে পারে। 

স্টেফানি তার ব্লগ পাঠকদের কাছে সাহায্য চায়। এমিলির হারিয়ে যাওয়া আর তার ছবি দিয়ে সে হ্যান্ডবিল বিলি করে। পাশাপাশি সে ক্রমে জানতে পারে আসল এমিলিকে সে তেমন ভাল করে জানত না। এমিলিকে ঘিরে অনেক অজানা তথ্য জানতে পারে সে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিল্ম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ