Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানে সৈন্যসহ নিহত ১৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৪৯ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের নর্থ ওয়াজিরিস্তান জেলায় সন্ত্রাস বিরোধী অভিযানে নয় সন্ত্রাসী ও সাত সৈন্য নিহত হয়েছে। শনিবার রাতে এ অভিযান চালানো হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে আরো জানায়, আফগান সীমান্তবর্তী জেলা নর্থ ওয়াজিরিস্তানের সেপেরা কুনার আলগাদ ও ঘারলামাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এতে উভয়পক্ষের সংঘর্ষে নয় সন্ত্রাসী নিহত হয়েছে।
সেনাবাহিনীর গণযোগাযোগ শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তানে একদল জঙ্গি অনুপ্রবেশ করেছে জানতে পেরে সৈন্যরা এ অভিযান চালায় ।
জঙ্গিরা কোন সংগঠন বা গোষ্ঠীর সদস্য ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সেনাবাহিনী সাধারণত এ ধরনের ঘটনার জন্য তেহরিক-ই-পাকিস্তান তালেবানকে দায়ী করে। সূত্রঃ বাসস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ