Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া এবার সাবমেরিন থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত শনিবার দেশটির পূর্ব উপকূল থেকে এটি উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের কার্যালয় থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল থেকে উত্তর-পূর্বের উপকূল লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে গত শনিবার ফ্রান্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি সত্যি হলে তারা ইউরোপীয় ইউনিয়নকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যৌথভাবে আরো অবরোধ আরোপের আহ্বান জানাবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩০ কিলোমিটার উড়েছে। এই পরীক্ষাটি ব্যর্থ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সাথে সমুদ্রে সামরিক মহড়া বন্ধ করলেই, পরমাণু পরীক্ষা চালানো বন্ধ করার বিষয়টি উত্তর কোরিয়া বিবেচনা করতে পারে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি সু-ইয়ং বার্তা সংস্থা এপিকে এ কথা জানিয়েছেন। তিনি যখন এ মন্তব্য করেন প্রায় একই সময়ে পিয়ংইয়ং সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে একটি মিসাইল উৎক্ষেপণের ঘোষণা দেয়, এবং পরে সেটি সফল হয়েছে বলে জানানো হয়। এদিকে, দক্ষিণ কোরিয়া দাবী করছে মিসাইল পরীক্ষাটি ব্যর্থ হয়েছে। তবে, বন্ধু রাষ্ট্রের প্রতি মার্কিন প্রতিশ্রুতির অংশ হিসেবেই দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে বলে বর্ণনা করছেন একজন কর্মকর্তা। দক্ষিণের সংবাদ সংস্থা ইয়োনহাপ সরকারি এক সূত্রের বরাত দিয়ে বলছে, ওই ক্ষেপণাস্ত্র প্রায় কয়েক মিনিট ধরে উড়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরিবি বলেছেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার পরিষ্কারভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন। প্রসঙ্গত, চলতি বছরের প্রথম থেকে এ পর্যন্ত পাঁচ দফায় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বছরের শুরুতেই তারা চতুর্থবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ