বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীতে মাদক মামলায় মো. নেছার আহমেদ বাবু (৩০) নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে আসামির অনুপস্থিততে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় প্রদান করেন।
জানা গেছে, ২০১৬ সালের ২১ মে র্যাব-৮ শহরের পুরান বাজার আখড়া বাড়ি এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ও তিন গ্রাম হেরোইনসহ মো. নেছার আহমেদ বাবুকে আটক করে। ওই ঘটনায় র্যাব বাদী হয়ে সদর থানায় মামলা করে।
আজ বাদী ও আইওসহ দশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বাবুকে তিন গ্রাম হেরোইনের জন্য ২ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ পিস ইয়াবার জন্য ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। উভয় সাজা একত্রে চলবে বলে বলেও উল্লেখ করেন বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. আরিফুল হক টিটো ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. চন্দন সমাদ্দার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।