Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে প্রাদেশিক মন্ত্রীকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের এক প্রাদেশিক মন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে। নিহত সরদার সোরান সিং এই প্রদেশের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী ছিলেন। জেলা পুলিশপ্রধান খালিদ হামাদানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, পেশোয়ার শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পূর্বে বানার জেলায় বন্দুকধারীরা দুটি মোটরসাইকেলে করে মন্ত্রীর গাড়ির সামনে আসে। এ সময় তারা নির্বিচারে গুলিবর্ষণ শুরু করলে ঘটনাস্থলেই মন্ত্রীর মৃত্যু হয়। তিনি জানান, মন্ত্রীর মাথায় কয়েকটি গুলি বিদ্ধ হয়েছিল। প্রাদেশিক তথ্যমন্ত্রী মুশতাক ঘানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হত্যাকা-ের দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে প্রদেশটিতে প্রায়ই তালেবান যোদ্ধারা নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকদের ওপর হামলা চালিয়ে থাকে। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানে প্রাদেশিক মন্ত্রীকে গুলি করে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ