Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১:১০ পিএম

গাজীপুরের ডেকেরচালা এলাকায় বকেয়া বেতনের দাবিতে রোববার সকালে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে নিট অ্যান্ড নিটেক্স গার্মেন্টের শ্রমিকরা। তাদের এই আন্দোলনে যোগ দিয়েছেন অন্যান্য গার্মেন্টের শ্রমিকরাও। আজ ছুটি ঘোষণা করেছে প্রায় অর্ধশত গার্মেন্ট।

জানা যায়, তাদের আগস্ট মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হয়, কোরবানি ঈদের আগে। বাকি অর্ধেক বেতন সেপ্টেম্বরের শুরুতে পরিশোধের কথা বলা হয়। মালিক পক্ষ কয়েক দফা তারিখ দিলেও শ্রমিকরা পাননি তা।

এছাড়া গতকাল শনিবার কারখানার পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ২০ জন শ্রমিক। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ ও কারখানা ভাংচুর করে তারা। এই বিক্ষোভ আজ ছড়িয়ে পরেছে অন্যান্য গার্মেন্টের শ্রমিকদের মাঝেও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাসড়ক অবরোধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ