মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইয়াং ভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দক্ষিণ চীন সাগর ও সেখানে বিভিন্ন স্থাপনা গড়ে তোলার বিষয়টি বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়। গত শনিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চীনা মুখপাত্র আরও বলেছেন, ভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের উচিত এই অঞ্চল থেকে যুদ্ধজাহাজ ও জঙ্গি বিমান সরিয়ে নেয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিংকেন দক্ষিণ চীন সাগরে বিভিন্ন স্থাপনা গড়ে তোলার চীনা পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, পূর্ব এশিয়ায় উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে বেইজিং। দক্ষিণ চীন সাগরের পানিসীমা নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, তাইওয়ান ও ব্রুনাইর বিরোধ রয়েছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।