বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রায় পৌনে দুই লাখ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের মধ্যে একজন কথিত মডেল কন্যা সুমাইয়া। র্যাব বলছে মিউজিক ভিডিও শুটিংয়ের আড়ালে এই চক্রটি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার করছিলো। প্রাইভেটকারযোগে একটি চালান নিয়ে ঢাকায় যাওয়ার পথে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
টিয়ার শান্তির হাট এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালান র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের দক্ষিণ ছায়াবিথীর সাদিকুর রহমানের পুত্র মোঃ শরিফ হোসাইন (৩২), জয়দেবপুরের শ্রী অতিন্দ্র দাসের পুত্র শ্রী অর্পন দাস (৩০) ও একই এলাকার শেখ শিপনের স্ত্রী সুমাইয়া আক্তার (১৯)।
র্যাব জানায় সুমাইয়া আক্তার একজন র্যাম্প মডেল ও শ্রী অর্পন দাস একজন অংকন শিল্পী। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য আট কোটি ৫০ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।