বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ডাকাততলা নামক স্থানে মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে সেলিম (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার ভোরের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত সেলিম কোটচাঁদপুরের কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কোটচাদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহার ভাষ্যমতে, কোটচাদপুর উপজেলার বলুহর গ্রামের ডাকাততলা মাঠে দু-দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখান উপস্থিত হয় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় সেলিমের মৃতদেহ উদ্ধার করে। সেখানে ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৪০ বোতল ফেনসিডিল, ৩ শ’ পিস ইয়াবা, ৪ টি মোবাইল সেট ও ১ টি প্রাইভেট পড়ে থাকতে দেখে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি করা নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য রোববার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।