Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাশারকে ইরানে আশ্রয় দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার শাসক বাশার আল-আসাদের পরিবারকে ইরানে রাজনৈতিক আশ্রয় নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল বলে জানিয়েছেন এক ইরানি মন্ত্রী। লেবাননের আল-মায়েদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি সিরিয়ার প্রেসিডেন্টকে রাজনৈতিক আশ্রয়ের এ প্রস্তাব দিয়েছিলেন বলে জানান মাহমুদ আলাভি। কিন্তু বাশার আসাদ তা গ্রহণ করেননি। আলাভির দাবি, আসাদ বলেছিলেন যে সিরিয়ার অন্যান্য পরিবারের মতোই তার পরিবারের সদস্যরা দামেস্কে থাকবেন। পাঁচ বছর আগে সিরিয়ায় আসাদের বিরুদ্ধে লড়াই শুরু হওয়ার পর থেকে ইরান তাকে রক্ষায় সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাশারকে ইরানে আশ্রয় দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ