Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় ৫ বছরে নিহত হয়েছে ৪ লাখ মানুষ

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়াতে গত পাঁচ বছর ধরে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। এই যুদ্ধে হতাহত হয়েছে অসংখ্য মানুষ। এর আগের তথ্য অনুসারে, সিরিয়ার যুদ্ধে নিহতের সংখ্যা জানানো হয়েছিল আড়াই লাখ। তবে নতুন করে দেশটিতে জাতিসংঘের বিশেষ দূত জানালেন, ওই যুদ্ধে নিহতের সংখ্যা চার লাখ। তবে এটা জাতিসংঘের দাপ্তরিক পরিসংখ্যান নয় বলেও জানিয়েছেন সংস্থাটির বিশেষ দূত স্টাফান ডি মিসতুরা। এই পরিসংখ্যান তার ব্যক্তিগত। তিনি বলেন, দুই বছর আগের তথ্যানুসারে নিহতের সংখ্যা ছিল দুই লাখ ৫০ হাজার। দুই বছর আগের হিসাব দুই বছর আগেই শেষ হয়ে গেছে। সিরিয়ার সংঘাতে নিহতের আর কোনো হিসাব রাখছে না জাতিসংঘ। কারণ সরকার ও বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধ তীব্র হওয়ার সাথে সাথে দেশটির অনেক এলাকায়ই প্রবেশ করতে পারছে সংস্থাটির প্রতিনিধি দল। সংঘাত নিরসনে বাশার আল আসাদের সরকার এবং বিদ্রোহীদের আলোচনায় এগিয়ে আসতে আহ্বান জানান মিসতুরা। সিরিয়ার যুদ্ধ নিরসনে আন্তর্জাতিক সহায়তা গ্রুপের (আইএসএসজি) দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের অবশ্যই মন্ত্রিপরিষদ পর্যায়ের নতুন আরেকটি আইএসএসজি দরকার। বর্তমানে এই সংগঠনটিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, তুরস্ক এবং আরব দেশগুলো রয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায় ৫ বছরে নিহত হয়েছে ৪ লাখ মানুষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ