মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিশেষজ্ঞরা বলছেন, তেলের মূল্যের সাম্প্রতিক ঊর্ধ্বগতি সীমিত সময়ের জন্য। ঊর্ধ্বগতির এই ধারা বেশি দিন স্থায়ী হবে না। গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় তেল উৎপাদনকারী দেশগুলোর একটি সম্মেলন উৎপাদন বন্ধ রাখার চুক্তিতে সই করা ছাড়াই শেষ হয়। সাপ্তাহিক গ্রিড অ্যান্ড ফেয়ার লেটারের সম্পাদক ক্রিস্টোফার উড বলেন, গত সপ্তাহের মিটিংটি ব্যর্থ হওয়ায় তেলের মূল্য ব্যারেলপ্রতি ২০ ডলারের নিচে নেমে আসতে পারে। যা এ যাবৎকালের সর্বনি¤œ। মার্কিন কোম্পানি ওয়েস্ট টেক্সাস ক্রুড গত শুক্রবার প্রতি ব্যারেল তেল সর্বোচ্চ ৪৪.৪৫ ডলারে বিক্রয় করে। ব্রেন ক্রুড প্রতি ব্যারেলের মূল্য বাবদ ৪৫.৮৯ ডলার আদায় করে। গত সপ্তাহে দোহায় অনুষ্ঠিত সম্মেলনে ওপেকভুক্ত ও ওপেকের বাহিরের দেশগুলো তেলের মূল্য বৃদ্ধির জন্য একটি প্রক্রিয়া নির্ধারণে সমবেত হয়েছিল। তেলের মূল্য হ্রাস পাওয়ায় ওপেকের নেতৃস্থানীয় দেশ সউদি আরবসহ অন্যান্য দেশের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সউদির আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান সম্মেলনের বিপরীত সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের পর থেকে ইরান তেল উৎপাদন বাড়িয়ে পুনরায় তেল রপ্তানি করা শুরু করেছে। তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে ইরান রাজি না হওয়ায় সউদি আরবও চুক্তিতে স্বাক্ষর করার প্রস্তাব প্রত্যাখ্যান করে। ফলে সম্মেলনটি ব্যর্থ হয়। সাথে সাথে তেলের মূল্য আরো কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।