Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পালমিরায় আইএসের বিশাল অস্ত্রভা-ার উদ্ধার

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার সদ্য মুক্ত ঐতিহাসিক নগরী পালমিরায় আইএসের ফেলে যাওয়া বিশাল অস্ত্রভা-ার উদ্ধার করেছে রাশিয়ার সামরিক প্রকৌশলীরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ এ কথা জানিয়েছেন। তিনি আরো জানান, অস্ত্রভা-ারটি দক্ষতার সঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল এবং বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করেই তা খুঁজে বের করা সম্ভব হয়েছে। রুশ সেনা প্রকৌশলীরা ১২ হাজার বিস্ফোরক সরিয়ে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এগুলোর মধ্যে মর্টার এবং কামানের বড় গোলাসহ ট্যাংক ও মানববিধ্বংসী মাইন ছিল। এই ভা-ারকে আইএসের বৃহত্তম অস্ত্রভা-ারগুলোর একটি দাবি করে কোনাশেনকোভ বলেন, এসব গোলাবারুদ কেবল হোমস নয়, সিরিয়ার অন্যান্য স্থানেও হামলার কাজে ব্যবহার করা হতো। সিরিয়ার সেনাবাহিনীর অভিযানের মধ্য দিয়ে গত ২৭ মার্চ পালমিরা মুক্ত হয়। পালিয়ে যাওয়ার আগে পালমিরায় ব্যাপকভাবে মাইন এবং বোমার ফাঁদ পেতে যায় আইএস। মাইন উদ্ধারে পালমিরায় রুশ সেনাবাহিনীর ইন্টারন্যাশনাল অ্যান্টি-মাইন সেন্টারের সেনা প্রকৌশলীদের মোতায়েন করা হয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পালমিরায় আইএসের বিশাল অস্ত্রভা-ার উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ