Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বাগদাদে দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১২ জন নিহত

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১২ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছে। পুলিশ জানায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ রিপোর্ট পাওয়া পর্যন্ত হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে আইএস জিহাদিরা বাগদাদে নিরাপত্তা বাহিনীর ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় হামলাটি ছিল গত শনিবার উত্তরাঞ্চলীয় আল-হুসেইনিয়া জেলার একটি নিরাপত্তা চৌকিতে। বাগদাদের দক্ষিণাঞ্চলীয় শহরতলীর অ্যারাব আল-জাবুরে সেনা কনভয়ের ওপর। গত শুক্রবার ঐ একই ধরনের হামলার ঘটনা ঘটে সিতি মসজিদের পাশে। ঐ হামলায় ৯জন নিহত হয়। এছাড়াও ইসকান্দারে একটি ফুটবল স্টেডিয়ামে একজন আত্মঘাতীর বোমা বিষ্ফোরণে সিটি মেয়র আহমেদ সাকেরসহ প্রায় ৩০জন নিহত হয়। বোমা হামলায় আহত হয় ৯৫জন। ইরাকে সরকার দেশটির উত্তর এবং পশ্চিমাঞ্চলের আইএস জিহাদিদের আক্রমণের আশঙ্কায় চাপের মধ্যে থাকে। কারণ গত কয়েক মাসের মধ্যে মসুলসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের অধিকার নেয় জিহাদি সংগঠন। আল-জাজিরার এক রিপোর্টে জানা যায়, গত কয়েক মাসের মধ্যে আইএস জিহাদিদের আত্মঘাতী বোমা হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটে। ২০০৩ সালে যুক্তরাষ্ট এবং যুক্তরাজ্যের সেনা সহযোগিতায় সাদ্দাম হোসেনের শাসনামলের পর এই এলাকায় শিয়া এবং সুন্নিদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাগদাদে দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১২ জন নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ