মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ ও সরকার বিরোধী বিক্ষোভকারিদের মধ্যে সংঘর্ষ চলাকালে রাতে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। রাতের ‘বিক্ষোভ-সমাবেশকে’ কেন্দ্র করে তাদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, তারা বিক্ষোভকারিদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। উল্লেখ্য, প্রায় একশ’ বিক্ষোভকারির একটি গ্রুপ পুলিশের নিরাপত্তা বেষ্টনি ভেঙে প্যালেস ডি লা রিপাবলিকে প্রবেশের চেষ্টা করে। গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভকারিরা সেখানে রাতে বিক্ষোভ-সমাবেশ করে আসছে। বিবৃতিতে বলা হয়, সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। মধ্যরাতের পরপরই সেখানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিবৃতিতে আরো বলা হয়, অবৈধ এক সমাবেশে অংশ নেয়ার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে যুব-নেতৃত্বাধীন ‘নুইট দেবুট’ (রাতভর) সমাবেশের পাশাপাশি এ ধরনের আরো অনেক বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। সরকারের প্রস্তাবিত শ্রম আইন সংস্কারের প্রতিবাদ জানাতে ৩১ মার্চ সেখানে এ বিক্ষোভ শুরু হয়। ‘নুইট দেবুট’ আন্দোলন শুরুর পর প্যালেস ডি লা রিপাবলিকের চারদিক থেকে এ নিয়ে প্রায় ৫০ জনকে গ্রেফতার করা হলো। এছাড়াও, গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে ফ্রান্স এবং আমেরিকায় বিশাল বিক্ষোভ হয়েছে। প্যারিসের প্যাথিওনের সামনে ফিলিস্তিনপন্থি একটি গোষ্ঠী বিক্ষোভ করেছে। ইহুদিবাদী ইসরাইলেরে বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ যুদ্ধের প্রতি সমর্থন জানিয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের পতাকার পাশাপাশি হামাসের আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিন, দ্বিতীয় মহাযুদ্ধের সময়কার ফরাসি প্রতিরোধ যুদ্ধের নেতা জ্যা মলিন এবং মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মরসির ছবি ছিল। এতে লেখা ছিল, ইতিহাস সাক্ষী দিচ্ছে, অতীতে নাৎসিরা জ্যা মলিনকে সন্ত্রাসী বলেছে আর আজ একইভাবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সন্ত্রাসী বলা হচ্ছে। গাজায় অবরোধ আরোপের মতো অপরাধ তৎপরতায় ইহুদিবাদী ইসরাইলকে সহায়তা করায় ফ্রান্স সরকারের কঠোর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।