Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসা শিক্ষার রয়েছে সুদীর্ঘ ধারা ও ঐতিহ্য

চট্টগ্রামে আল্লামা থানভী স্মরণসভায় মুফতি ইজহার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেছেন, আমাদের মাদরাসা শিক্ষাব্যবস্থার ক্রমবিকাশের এক সুদীর্ঘ ধারা ও ঐতিহ্য রয়েছে। এই শিক্ষা ব্যবস্থা ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসনামলের সাধারণ শিক্ষা ব্যবস্থার একটা উত্তারাধিকার। সময়ের আবর্ত্তে এতে বহু পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন হয়েছে। কওমী সনদের স্বীকৃতি ও তার একটি ধারাবাহিকতা মাত্র। তিনি বলেন, আল্লামা আশরাফ আলী থানভী (রহঃ) ব্রিটিশদের বিরোদ্ধ তার লেখনীর মাধ্যমে সংগ্রাম করে ভারতবর্ষের জনগণনকে সচেতন করেছেন। ব্রিটিশরা ভারতবর্ষে জুলুম নির্যাতন মাত্রা বাড়িয়ে দেয়ার পরিপ্রেক্ষিতে আল্লামা আশরাফ আলী থানভী (রহঃ) ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের নির্দেশ দিয়েছিলেন। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল আল্লামা থানভীর (রহঃ) দ্বি-জাতি তত্তে¡র দর্শনের কারণে।
হাটহাজারীতে আল্লামা থানভীর (রহ:) স্মরণে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় তিনি একথা বলেন। নেজামে ইসলাম পার্টি উত্তর জেলা শাখার উদ্যোগে মিরেরহাটে হাফেজ মাওলানা আহমদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান আলোচক ছিলেন ড. আ ফ ম খালিদ হোসোইন। বিশেষ অতিথি ছিলেন নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, নেজাম ইসলাম পার্টির মহাসচিব আবদুল মাজেদ আতহারী, লে. কর্নেল (অব:) সৈয়দ আলী আহমদ, অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, মুফতি মোহাম্মদ আলী কাসেমী মাওলানা এরশাদ উল্লাহ কাসেমী, মাওলানা আনোয়ার হোসেন রব্বানী প্রমুখ।
ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, মধ্যপন্থা অবলম্বনকারী ব্যক্তিরা সবকিছুতেই ধৈর্যশীলতার পরিচয় দিয়ে থাকেন। এরমধ্যে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ রয়েছে। পরে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আহমদ দিদার কাসেমী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ