Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ষড়যন্ত্রের কথা অস্বীকার করলেন ডেপুটি অ্যাটর্নি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎখাতে একটি সাংবিধানিক অনুচ্ছেদ আহ্বান করেছেন বলে বের হওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রসেনস্টেইন। প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎখাতে যেকোনো ধরনের ষড়যন্ত্রের কথাও অস্বীকার করেন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রধান এই আইন কর্মকর্তা। রড রসেনস্টেইন জানান, ট্রাম্পকে উৎখাতে সাংবিধানিক অনুচ্ছেদ আহ্বানের যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তা ‘সঠিক নয় এবং তথ্যগতভাবে ভুল’। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশ না করে একজনের উদ্ধৃতি দিয়ে জানায়, হোয়াইট হাউসে যে বিশৃঙ্খলা আছে তা প্রকাশ করতে গোপনে ডোনাল্ড ট্রাম্পের কথোপকথন ও কার্যকলাপ রেকর্ড করার প্রস্তাব দেন রড রসেনস্টেইন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ