Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনকে ইইউ’র স্বীকৃতি দিতে প্রচারণা চালাবে স্পেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ৫:০৯ পিএম

ফিলিস্তিনকে যাতে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, সেজন্য প্রচারণা চালাবে স্পেন সরকার। এমনকি ইইউ যদি শেষ অবদি স্বীকৃতি না-ও দেয়, তাহলে স্পেন একাই এই স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল বৃহস্পতিবার এ কথা বলেন। এ খবর দিয়েছে ইসরাইলের দৈনিক পত্রিকা হারেৎস।
খবরে বলা হয়, অস্ট্রিয়ায় মঙ্গলবার ইইউ নেতাদের এক সম্মেলনে স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ যদি সর্বসম্মত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে ফিলিস্তিনকে আলাদা আলাদাভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তিনি আরও বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সকল ইইউ সদস্যরাষ্ট্র যাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অভিন্ন অবস্থানে পৌঁছে সেজন্য তিনি অন্য নেতাদের সঙ্গে ব্যাপক আলোচনা করবেন।
ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, বর্তমানে প্রায় ১৩৯টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে ইইউর মধ্যে এ নিয়ে বিরোধ আছে। ইইউ চায় দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে। তবে দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে উঠছে।
এই প্রেক্ষাপটে স্পেনের বামপন্থী দলগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী পেড্রো সানচেজকে চাপ দিচ্ছে। তবে প্রতিপক্ষ দলগুলো বলছে, সেক্ষেত্রে ইসরাইলও পালটা পদক্ষেপ হিসেবে স্পেনের বিরোধপূর্ণ অঞ্চল কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। সূত্রঃ বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ