Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডার প্রথম হিজাবী এমপি সালমা জাহিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ২:৪০ পিএম

কানাডার অন্যতম রাজ্য স্কারবোরাফের একজন নারী সংসদ সদস্য দেশটির আইনসভায় প্রথম হিজাব পরিধানকারী এমপি হিসেবে সুপরিচিতি পেয়েছেন। তবে তার এই হিজাব পরিধান নিয়ে দেশটির বিভিন্ন অনলাইন সাইটগুলোতে ব্যাপক সমালোচনা হচ্ছে। খবর সিটিনিউজ ডট সিএ।
এসব সমালোচনার জবাব দিতে গিয়ে সালমা জাহিদ নামের ওই সংসদ সদস্য বলেন, ‘আমি কোনো বাধা ভেঙ্গে দিতে আসিনি এবং কর্মক্ষেত্রে ধর্মীয় পোশাক হিজাব পরিধান করা আমার একান্ত ব্যক্তিগত বিষয় যা আমার স্বাস্থ্যের সাথেও জড়িত।’
তিনি বলেন, ‘যারা আমার হিজাব পরিধান করা নিয়ে জানতে চেয়েছেন আমি তাদেরকে বলতে চাই- ‘আমি হিজাব পরিধান করা শুরু করি তখন থেকে যখন আমি ক্যান্সার থেকে মুক্তি লাভ করি।’
কানাডার আইন সভায় তিন বছর সংসদ সদস্য থাকাকালীন সময়ে চলতি বছরের মে মাসে প্রথম তিনি সংসদে হিজাব পরিধান করে উপস্থিত হয়েছিলেন। তার বর্তমান প্রকাশ ভঙ্গির সাথে অতীতের তোলা তার আলোকচিত্রগুলোর কোনো মিল নেই। এর পূর্বে স্কারবোরাফের এই নারী সংসদ সদস্য ইসলামী পোশাক হিজাব পরিধান করা ছাড়াই বেশ কয়েকটি আলোকচিত্র তুলছিলেন। যা এখন সোশাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, তার হিজাব পরিধান করার বিষয়ে বেশিরভাগ প্রতিক্রিয়াই ইতিবাচক ছিলো। তবে কিছু কিছু নেতিবাচক প্রতিক্রিয়াও এসেছে।
প্রসঙ্গত, স্কারবোরাফ কমিউনিটি সালমা জাহিদকে ২০১৫ সালের নির্বাচনে অকুণ্ঠ সমর্থন দিয়ে জয়যুক্ত করে। তিনি বলেন, ‘আমি দেখতে কি রকম তা কোনো বিষয়ই না।’



 

Show all comments
  • Rubel Hossain ২২ সেপ্টেম্বর, ২০১৮, ৩:০৭ পিএম says : 0
    It's an example for all Muslim woman
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালমা জাহিদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ