Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ৫:০০ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে ফতুল্লার ভূইয়ারবাগ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান।

এরা হল- নগরীর পশ্চিম দেওভোগ এলাকার মো.হাবিব মিয়ার ছেলে মো. শাওন (১০) ও মো. গাজীর ছেলে নয়ন (৭)।

তাদের মধ্যে শাওন নগরীর দেওভোগ পশ্চিম দেওভোগ মাদ্রাসার তৃতীয় শ্রেণির এবং নয়ন প্রথম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার সকালে মাদ্রাসা যাওয়ার জন্য তারা বাসা থেকে বের হয়; এরপর থেকে তারা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

সকালে পুকুরে শাওন ও নয়নের লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।পরে স্বজনেরা তাদের লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে যান।

পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ