Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা বন্দর ব্যবহারের অনুমতি পেল নেপাল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

চীন নেপালকে তাদের স্থল ও সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। চলতি মাসের শুরুর দিকে দুই দেশের কর্মকর্তারা এ তথ্য জানান। এর মাধ্যমে ভারতের উপর এককেন্দ্রিক নির্ভরতার অবসান ঘটলো স্থলবেষ্টিত দেশ নেপালের। নেপাল চীনের তিয়ানজিন, শেনঝেন, লিয়ানইউগাং এবং ঝানজিয়াং সমুদ্র বন্দর এবং লানঝু, লাসা এবং শিগাতসে স্থলবন্দর ব্যবহার করতে পারবে। কাঠমাণ্ডুতে ৬ সেপ্টেম্বর এ বিষয়ে একটি প্রটোকল চূড়ান্ত করা হয়। ৮ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলি এক টুইটে লিখেছেন, “নেপাল ও চীন ট্রানজিট প্রটোকলের ব্যাপারে সম্মত হয়েছে। নেপাল এখন প্রয়োজনমতো সীমান্ত পয়েন্ট এবং রুট ব্যবহার করতে পারবে। এটা আমাদের জন্য অনন্য আনন্দের একটি মুহূর্ত”। নেপাল খবর ওয়েবসাইটের চিফ এডিটর পুর্না বাসনেত বলেন, “এটা শুধু নেপালের জন্যই নয়, চীনের জন্যও একটা বিরাট চুক্তি। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনা বন্দর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ