পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
উত্তরবঙ্গে নির্বাচনী ট্রেন সফরের পর এবার সড়কপথে চট্টগ্রামে আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বহরের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনকে গোছানোর মিশন নিয়ে আগামীকাল (শনিবার) সকালে ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রামে আসছেন নেতারা। পথে কুমিল্লা ও ফেনীতে পথসভা করবেন তারা।
একইদিন বিকেলে চগ্রামের সীতাকুণ্ড স্কুল মাঠে পথসভা শেষে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। পরদিন রোববার সকালে চট্টগ্রামের কর্তফুলী ও লোহাগাড়ায় পৃথক পথসভা শেষে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেবেন দলের শীর্ষ নেতারা।
কক্সবাজারের চকরিয়া ও রামুতে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলের নেতারা জানান, ওবায়দুল কাদেরের নেতৃত্বে বহরে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।